monkeypox
এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!
May 28, 2022, 9:03pm
জেলা
মাঙ্কিপক্স বড়দের থেকে ছোটোদের শরীরে ছড়াচ্ছে বেশি। তাই শিশুদের দিকে বিশেষ করে নজর রাখতে হবে। মাঙ্কিপক্স মূলত হামলা চালাচ্ছে পাঁচ বছরের নীচের বয়েসীদের শিশুদের শরীরে ওপর। আইসিএমআরের গবেষকরা জানাচ্ছেন, এখনও মাঙ্কিপক্সের কোনও কেস ধরা পড়েনি ভারতে। তবে সতর্ক থাকা বাঞ্ছনীয়। বিশেষ কিছু কিছু উপসর্গ দেখা দিলেই তৎপর স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। আইসিএমআরের গবেষক তাই মাঙ্কিপক্স সংক্রান্ত শরীরের অস্বাভাবিক লক্ষণগুলি তালিকাভুক্ত করেছেন।
মাঙ্কিপক্স সাধারণ পাঁচটি লক্ষণ:
- শরীরের ব্যাথা
- ত্বকে বড় বড় গুটি
- মাত্রাতিরিক্ত জ্বর
- লিম্ফ্যাডেনোপ্যাথি
- বড় লিম্ফ নোড
মাঙ্কি পক্সের ঘটনা আফ্রিকাতে খোঁজ পাওয়া যায় যেখানে মানুষকে ইঁদুর বা ধারালো দাঁতের ছোট প্রাণীর কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়েছে। এই ভাইরাস প্রসঙ্গে জারি হয়েছে সতর্কতা। এটি মারাত্মক রোগের মধ্যে একটি। আর ছোঁয়াচে রোগ বলে মনে করছেন অনেকে।
Keywords : Monkeypox, Pox, New Virus, Pandemic
- রাজ্যে-বাতিল-বহু-ট্রেন-দেখে-নি
- খুন-হচ্ছে-অসংখ্য-গাছ-নিরব-প্রশ
Comments