নগদে টান, বোঝাপড়াই ভরসা টিভি চালু রাখতে
নগদে টান, বোঝাপড়াই ভরসা টিভি চালু রাখতে
December 5, 2016, 1:38pm
জেলা
৮ নভেম্বর সন্ধে থেকে সংবাদের চ্যানেলে নজর রাখা যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেকের কাছেই। নোট সংক্রান্ত আ কী নির্দেশিকা জারি হল, খবর রাখতে হচ্ছে সকলকেই। কিন্তু নোটের অভাবে টাকা দিতে না পারলে টিভি-র কেব্ল সংযোগ কী ভাবে চালু রাখা যাবে, সেই চিন্তাতেও পড়েছিলেন অনেক গ্রাহক। মাসের মাঝামাঝি থেকে নিয়মমাফিক বিল নিতে এসেছেন সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা। কিন্তু বহু গ্রাহকই ২০০০ টাকার নোট এগিয়ে দেওয়ায় ‘পরে আসব’ বলে ফিরে যেতে হয়েছে তাঁদের।সমস্যা মিটে যাবে শীঘ্র, এই আশায় ছিলেন অনেকে। কিন্তু বেশ কয়েকটা দিন কেটে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অনেক কেব্ল অপারেটর পুরনো নোট নেওয়াই শুরু করেন। সাধারণত মাসে দিতে হয় আড়াইশো বা তার কাছাকাছি কিছু টাকা। কেব্ল সংস্থার অনেক কর্মী জানান, পুরনো ৫০০ বা ১০০০ দিলে তাঁরা নিয়ে নিয়েছেন, কিন্তু বাকি টাকা ফেরত দিতে পারেননি। জানিয়েছেন, এই টাকা জমা থাকছে। পরের মাসে আর বিল দিতে হবে না। পরিস্থিতি বুঝে রাজি হয়েছেন গ্রাহক। তবে কোনও কোনও গ্রাহক বিল দিতে না পারলে চাপ দেওয়া হচ্ছে না। পরের মাসে মিটিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে ওই কর্মীদের দাবি। শহরের এক কেবল সংস্থার কর্ণধার কৌশিক বসু বললেন, ‘‘ব্যবসা তো আর থেমে থাকে না। তাই বোঝাপড়া করে চলতে হচ্ছে। পুরনো নোট ব্যাঙ্কে জমা করে দিতে হবে। এ ছাড়া উপায় কি!’’
- চালকল-নিয়ে-চলা-মামলায়-স্থগিতাদ
- প্রেমিকের-সঙ্গে-ঝগড়া-ফেসবুকে-
Comments