নিজস্ব চিত্র
খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ
May 28, 2022, 9:33pm
জেলা
অদ্ভুতভাবে হাজার হাজার গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে মগরা থেকে পান্ডুয়া হয়ে তিন্না পর্যন্ত জিটি রোডের দু পাশে। অভিযোগ বিগত চার বছরেরও বেশি সময় ধরে এই বেআইনি ব্যবসা রমরমা করে চলছে স্থানীয় প্রশাসনের নাকের ডগায়। স্থানীয় এক যুবকের মতে "পিছনে একটা বড় চক্র থাকলেও প্রধানত স্থানীয় রাজনৈতিক ছোট বড় নেতাদের প্রত্যক্ষ মদদেই এই এলাকায় এত দীর্ঘ দিন ধরে গাছের অবৈধ ব্যাবসাটি চলছে।"
বৃক্ষচ্ছেদন বিরোধী আইন,অরণ্য সংরক্ষণের এত তোড়জোড় থাকার পরেও,যেখানে নাকি গাছের একটা ডাল কাটতে গেলেও পারমিশন লাগে সেখানে কি করে মগরা থেকে পান্ডুয়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ অঞ্চলের জি টি রোডের ধারেএবং পান্ডুয়া ও পার্শ্ববর্তী এলাকায় এত গাছ কাটার পার্মিশন পাওয়া যাচ্ছে? আর এখানেই একটি মজার গল্প বললেন এক বৃদ্ধ দোকানদার; গাছ মাফিয়ারা প্রথমেই ঘুটে দেওয়ার নামে গাছের গা তে গোবর লেপে রাখে, কিছুদিন এভাবে থাকার ফলে গাছের ছাল পচতে শুরু করলে ছালগুলো তুলে ফেলে, এভাবে এক পর্যায়ে পুরো গাছটির ছাল তুলে ফেলা হয়। আর এই কাজ এ ব্যাবহার করা হয় স্থানীয়দের। ছাল ছাড়ানো অবস্থায় কাজগুলি কিছুদিন থাকলে পাতা ঝরে যায় এবং গাছটি মরণাপন্ন হয়ে পড়ে।আপনি যদি জিটি রোড ধরে এগোতে থাকেন, পান্ডুয়া থেকে মগরার মধ্যে রাস্তার দু'ধারে এরকম মৃতপ্রায় কয়েক হাজার গাছ দেখতে পাবেন। এর পরের গল্পটা খুব সোজা, মৃত বা মৃতপ্রায় গাছ থেকে প্রাণ ও সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে এই যুক্তিতে খুব সহজেই গাছগুলি কাটার পার্মিশন বের করে নেওয়া হয় স্থানীয় প্রশাসনের কাছ থেকে। কোন কোন ক্ষেত্রে পারমিশন প্রয়োজনই পড়ে না রাজনৈতিক ক্ষমতা বলে।
স্থানীয় পুলিশ, প্রশাসন বা জেলার বনদপ্তর এর কাছে এই গাছ কাটার বিষয়ে নির্দিষ্ট কোন অভিযোগই নাকি নেই এবং প্রত্যেকে এই অভিযোগ এলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে আশ্বস্তও করলেন। কিন্তু এইসব প্রশাসনিক স্তুতি বাক্যের মাঝখান দিয়ে গত প্রায় চার বছর ধরে খুন হয়ে যাচ্ছে হাজার হাজার শতাব্দীপ্রাচীন শিশু শিরীষ সেগুন মেহগনি ও অন্যান্য গাছ।
এ বিষয়ে স্থানীয় মানুষেরও কোন হেলদোল নেই। বনগাঁতে স্থানীয় মানুষরা সচেতনভাবে এগিয়ে এসে যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন গাছ কাটার বিরুদ্ধে, এখানে সেরকম কোনো উদ্যোগই চোখে পড়ে না। পুলিশ প্রশাসন আর সাধারণ মানুষের চোখের সামনে প্রত্যেকদিন ধ্বংস হয়ে যাচ্ছে অসংখ্য গাছ।
Comments
https://www.tadalive.com/blog/45425/about-magnetic-therapy/
https://fegzdinq.livejournal.com/753.html
https://www.deviantart.com/fegzdinq/art/Capture2-970085527
https://uchatoo.com/read-blog/31608_benefits-of-magnetic-bracelet.html
https://medium.com/@fegzdinq/about-magnetic-therapy-edd1ffdf6d0d
https://www.quora.com/profile/Fegzdinq/About-Magnetic-Therapy-Magnetic-bracelets-and-necklaces-are-made-with-a-unique-textile-with-Minus-Ion-producing-mineral-1
https://app.simplenote.com/p/4fG9Rt
https://telegra.ph/About-Magnetic-Therapy-07-03
https://kraionk-staegs-knuocts.yolasite.com/
https://fegzdinq.wixsite.com/feracojewelry
https://www.tadalive.com/blog/45347/benefits-of-magnetic-bracelet/
https://fegzdinq.livejournal.com/393.html
https://www.deviantart.com/fegzdinq/art/Capture-970060478
https://uchatoo.com/read-blog/31608_benefits-of-magnetic-bracelet.html
https://medium.com/@fegzdinq/benefits-of-magnetic-bracelet-419642296d19
https://www.quora.com/profile/Fegzdinq/Benefits-of-Magnetic-Bracelet-It-is-essential-to-purchase-a-magnetic-therapy-bracelet-only-from-reputable-retaile