মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪
দ্য কলাম ইন্ডিয়াঃ শীতলকুচিতে
ফের অশান্তি। এবার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারাল ৪ জন । তৃণমূলের তরফে দাবি
ওই চারজনই তৃণমূল সমর্থক । ঘটনাটি ঘটেছে জোড়পাটকি এলাকার ১২৬ নম্বর আমতলি বুথে । সাধারণ
ভোটারদের দাবি তেমন উত্তেজনামূলক কোনও ঘটনা ঘটে নি ।
ঘটনার সত্যতা
যাচাই করে নির্বাচন কমিশন জানায়, বাহিনী গুলি চালিয়েছিল । অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন । গুলি চালায়
সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্স । বাহিনী সূত্রের খবর, মাথাভাঙার ওই বুথে গ্রামবাসীরা
ঘিরে ধরে কেন্দ্রীয় বাহিনীকে । ভিড়ের মধ্যে
মিশে গিয়ে বন্দুক ছিনিয়ে নিতে চায় লোকজন । তার আত্মরক্ষার্থেই গুলি চালায় বাহিনী । ঘটনায় আহত হয়েছেন আরও চারজন । হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা ।
শান্তিপূর্ন
ভোট করার জন্য আট দফায় কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করে নির্বাচন কমিশন । তবে, শেষ পর্যন্ত
চতুর্থ দফায় বেলা ১২টার আগেই পাঁচজনের মৃত্যু প্রশ্নচিহ্ন এঁকে সামগ্রিক ব্যবস্থার উপর । ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে ওই বুথে ।
এদিকে ওই ঘটনায় দোষারোপের পালা শুরু হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন শিলিগুড়ির সভা থেকে এই ঘটনায় দায়ী করেছেন মমতা ব্যানার্জিকে । অন্যদিকে, সামগ্রিক ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
- আনন্দের-বলি-দিয়ে-শুরু-গণতন্ত্র
- গান্ধিমূর্তির-পাদদেশে-ধর্নায়-ম
Comments