আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !
দ্য কলাম ইন্ডিয়াঃ রাজ্যে চতুর্থ দফায় ভোট কার্যত শুরুই হল এক নবাগত ভোটারের মৃত্যু দিয়ে । আনন্দ বর্মণ নামের ১৮ বছরের ওই নবাগত ভোটার পাঠানটুলি এলাকার বাসিন্দা ।
স্থানীয় সূত্রের
খবর, আনন্দ বর্মণ বিজেপির পোলিং এজেন্টের দায়িত্বে
ছিলেন । বিজেপি কর্মীদের অভিযোগ, পাঠানটুলির ৮৫ নম্বর ওই বুথ থেকে তৃণমূল কর্মীরা টেনে
বাইরে বের করে আনেন । এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা বলে অভিযোগ । আশঙ্কাজনক
অবস্থায় গুলিবিদ্ধ তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে
ঘোষণা করেন । মৃত্যুর খবর পেতেই অগ্নিগর্ভ হয়ে
ওঠে এলাকা । শুরু হয় বোমাবাজি । সংঘর্ষ শুরু হয় তৃনমুল ও বিজেপি কর্মী সমর্থকদের
মধ্যে ।
ঘটনায় দুঃখপ্রকাশ
করেছেন কোচবিহারের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ । তাঁর পালটা অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।
তিনি জানান, বিজেপির হার্মাদরা পরিকল্পিতভাবে খুন করেছে আনন্দ বর্মণকে । অন্যদিকে,
মৃতের পরিজনরা জানিয়েছেন, আনন্দ বর্মণ পোলিং এজেন্ট ছিলেন না । তিনি, ভোট দিতে সকালে
লাইনে দাঁড়িয়েছিলেন । সেখান থেকে তাকে ভোট দিতে বাধা দেওয়া হয় । লাইন থেকে বের করে
খুন করে দুষ্কৃতিরা বলে অভিযোগ করেছেন তাঁরা
।
- কয়লাঘাটা-ভবন-অগ্নিকান্ডে-প্রধা
- মাথাভাঙায়-বাহিনীর-গুলি-মৃত-৪
Comments