রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ
ডিজিটাল ডেস্কঃ এবার রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপাল নয়, বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে খুব শীঘ্রই বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে মন্ত্রিসভার সকলের সম্মতিতেই বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই আকস্মিক ঘোষণায় তোলপাড় রাজ্য রাজনীতি ও শিক্ষামহলের একাংশ। বিরোধীরা ইতিমধ্যেই সমালোচনায় বিদ্ধ করছেন মুখ্যমন্ত্রীকে। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পৃথক রাষ্ট্র বলে মনে করেন। তাই অন্য রাজ্যগুলিতে যে নিয়মনীতি চলে, মুখ্যমন্ত্রী সেগুলি মানেন না। বরং নিজের মতো শাসন লাগু করেন। অন্যদিকে, রাজনৈতিক এই টানাপোড়েনের জেরে কি প্রভাব পড়বে পড়ুয়াদের উপর তা নিয়ে বেশ চিন্তায় শিক্ষকদের একাংশ।
- আগামী-শনিবারের-মধ্যে-ফলপ্রকাশ-
- ট্রেন-বাতিলে-ভোগান্তি-চলছে-এই-
Comments