Pic Courtesy: Internet
#Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !
May 5, 2021, 9:18pm
জাতীয়
দ্য কলাম ইন্ডিয়াঃ সারা দেশ জুড়ে প্রতিদিন সংক্রমণের হার বেড়েই চলেছে । বাড়ছে মৃতের সংখ্যাও । ভয়ে টেস্ট করাচ্ছেন না বহু আক্রান্ত । কমিউনিটি স্প্রেড করছে করোনা । এরই মধ্যে ভয়ংকর খবর জানাল দেশ বিদেশের বিভিন্ন গবেষণা সংস্থা । তাঁরা ইতিমধ্যেই যে রিপোর্ট দিচ্ছেন তার সারবত্তা হল - মে-জুনে নয়, জুন-জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছতে পারে ৪লক্ষের ঘরে ।
কোন সংস্থা কি জানাচ্ছে ?
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস , বেঙ্গালুরুঃ - ১১ জুলাইয়ের মধ্যে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা হবে ৪ লক্ষ ৪ হাজার।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ঃ জুলাইয়ের শেষ হতে হতে মৃতের সংখ্যা পেরোতে পারে ১০ লক্ষেরও বেশি ।
দেশ-বিদেশের এই গবেষণাগুলিতে একটা বিষয় বারবার উঠে আসছে – লকডাউন বা মাস ভ্যাক্সিনেশন । কিংবা দুটোই । যেভাবেই হোক আগামী চার থেকে আট সপ্তাহের মধ্যে কোভিডের রাশ টানতে না পারলে ভয়ংকর বিপর্যয়ের সম্মুখীন হবে দেশ । ইতিমধ্যেই এখনও পর্যন্ত দেশব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজারেরও বেশি ।
বিশ্বের সর্বকালীন কোভিডে ৫লক্ষ ৭৮ হাজারের কিছু বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায় । এ দেশেও যদি কেন্দ্রীয় মন্ত্রক নিয়ন্ত্রণ না করতে পারে । তবে ফল হবে ভয়ঙ্কর । এমনটাই দাবি করছেন দেশ-বিদেশের গবেষণা সংস্থাগুলি ।
Keywords : Covid-19, Reports, Death
- ১০০-পৌঁছবে-না-বিজেপি-অমিতের-ক্
- tauktae-দুরন্ত-গতিতে-গোয়ায়-আঘা
Comments