Local train cancelled
রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা
May 28, 2022, 1:19pm
জেলা
ব্যান্ডেল-শক্তিগড় শাখার ব্যান্ডেল এবং মগরার মধ্যে তৃতীয় লাইন সম্প্রসারণের কাজের জন্য বাতিল হল বহু ট্রেন দেখে নিন পুরো তালিকা –
• ০৩০৪৭ আপ বিশ্বভারতী প্যাসেঞ্জার: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ০৩০৪৮ ডাউন বিশ্বভারতী প্যাসেঞ্জার: ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১২৩৮৪ ডাউন আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস: ২৮ মে এবং ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১২৩৮৩ আপ শিয়ালদহ-আসানসোল এক্সপ্রেস: ২৮ মে এবং ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০১২ ডাউন মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০১১ আপ মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৪৫ আপ ময়ূরাক্ষী এক্সপ্রেস:২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৪৬ ডাউন ময়ূরাক্ষী এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০২৭ আপ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০২৮ ডাউন আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০১৫ আপ জামালপুর কবিগুরু এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০১৬ জামালপুর কবিগুরু এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ২২৩২১ হুল এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ২২৩২২ হুল এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ২২১৯৮ প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ২২১৯৭ প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস: ২৯ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩০১৭ গণদেবতা এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০১৮ গণদেবতা এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৩১ জয়নগর প্যাাসেঞ্জার: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৩২ জয়নগর প্যাাসেঞ্জার: ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৫৩ কুলিক এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৫৪ কুলিক এক্সপ্রেস:২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৬৩ বালুরঘাট এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৬৪ বালুরঘাট এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৪১ তিস্তা-তোর্সা এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৪৬ রাধিকাপুর এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৫৯৬০ কামরূপ এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৫৯৬১ কামরূপ এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৫৯৫৯ কামরূপ এক্সপ্রেস: ২৮ মে এবং ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৬৩ হাটেবাজারে এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল ছিল।
• ১৩১৬৪ হাটেবাজারে এক্সপ্রেস: ২৮ মে এবং ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৫৭২১ পাহাড়িয়া এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩৪৬৬ ডাউন মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩৪৬৫ আপ মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৩৩ কাটিহার এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৩৪ কাটিহার এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৮৭ শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৩৭ আজমগঢ়-কলকাতা এক্সপ্রেস: ৩০ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৩৮ আজমগঢ়-কলকাতা এক্সপ্রেস: ৩১ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩১০৫ বালিয়া এক্সপ্রেস: ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১০৬ বালিয়া এক্সপ্রেস: ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৫০৪৮ গোরখপুর-কলকাতা এক্সপ্রেস: ২৮ মে এবং ২৯ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৫০৪৭ কলকাতা-গোরখপুর এক্সপ্রেস: ২৮ মে এবং ৩০ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৫০৫০ গোরখপুর-কলকাতা এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৫০৪৯ কলকাতা-গোরখপুর এক্সপ্রেস: ২৯ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩০২১ রক্সৌল এক্সপ্রেস:২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০২২ রক্সৌল এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৮৫ গঙ্গাসাগর এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৮৬ গঙ্গাসাগর এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৫৫ মিথিলাঞ্চল এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৫৬ মিথিলাঞ্চল এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৬০ জোগবানি- কলকাতা এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৬৫ সীতামাঢ়ি এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৬৬ সীতামাঢ়ি এক্সপ্রেস: ২৯ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৩৫ কলকাতা-জয়নগর এক্সপ্রেস: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৩৬ জয়নগর-কলকাতা এক্সপ্রেস: ২৯ মে ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৫৩ গৌড় এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩১৫৪ গৌড় এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০২৯ মোকামা এক্সপ্রেস: ২৮ মে থেকে ২৯ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ১৩০৩০ মোকামা এক্সপ্রেস: ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
• ০৩১০২ কামাখ্যা-শিয়ালদহ সামার স্পেশাল: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ০২৫১৮ গুয়াহাটি-কলকাতা স্পেশাল: ২৮ মে ট্রেন বাতিল থাকবে।
• ০২৫১৭ কলকাতা-গুয়াহাটি স্পেশাল: ২৯ মে ট্রেন বাতিল থাকবে।
Keywords : Train, Local Train, Bandel, Bandel Station, Main Line Train
- ট্রেন-বাতিলে-ভোগান্তি-চলছে-এই-
- এই-লক্ষনগুলি-দেখলে-সতর্ক-হন-মা
Comments