খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা
ফাইল চিত্র
April 13, 2021, 12:48pm রাজ্য

দ্য কলাম ইন্ডিয়াঃ নির্বাচনী প্রচারে কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত রাতেই ট্যুইট করে কমিশনের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করেন তিনি । তাঁর কথায়, ভারতীয় নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হচ্ছে। তাই মঙ্গলবার দুপুর ১২টা থেকে গান্ধিমুর্তির পাদদেশে তিনি ধর্নায় বসবেন বলে জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো ।  

প্রসঙ্গতঃ কয়েকদিন আগেই নির্বাচনী এক প্রচারসভায় মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য নজরে আসে কমিশনের । অভিযোগ, মমতার সেই মন্তব্যে সাম্প্রদায়িকতার সুর পায় কমিশন । একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী মহিলাদের ভোট দিতে বাধা ও হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । এরপরই তিনি একধাপ এগিয়ে বলেন, এই গোটা বিষয়ের পিছনে কে এবং কারা মদত দিচ্ছে তা তিনি ভালভাবেই জানেন । অভিযোগ, মমতা মহিলাদের উদ্দেশে বলেন, যদি তাঁদের কেউ বাধা দেয় তবে হাতা আর বঁটি নিয়ে রুখে দাঁড়াতে । 

ঘটনার পরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন । জানিয়ে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে । কমিশন এই মন্তব্যগুলির তীব্র বিরোধিতা করছে । শুধু তাই নয়, মমতার এই মন্তব্যের ফলে রাজ্যের আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বলেও জানিয়ে দেয় কমিশন । পাশাপাশি, এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় ভারতীয় নির্বাচন কমিশনের তরফে । মমতার নির্বাচনী প্রচারে তাই ১২ এপ্রিল ররাত ৮টা থেকে ১৩ এপ্রিল রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন ।  

   

Leave a Comment

Comments