সাংসদদের ধমক দিলেন রাষ্ট্রপতি
এ সব হচ্ছেটা কী! সাংসদদের ধমক দিলেন রাষ্ট্রপতি
December 9, 2016, 1:37pm
জাতীয়
নোট কাণ্ডে উত্তাল সংসদ। বিরোধীদের লাগাতার বিক্ষোভ, আন্দোলনে আরও একটি অধিবেশনের কাজকর্ম শিকেয় ওঠার যোগাড়। এই অবস্থায় একেবারে অভিভাবক সুলভ আচরণে সাংসদদের ধমকে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কড়া সুরে বললেন, "এ সব হচ্ছেটা কী। ঈশ্বরের দোহাই আপনারা কাজে ফিরুন। সংসদটা কাজ করার জায়গা।”৮ নভেম্বর রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০-এর নোট বাতিল করার ঘোষণা করেন। এর পর থেকে এই ইস্যুতে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিতর্ক, বিতণ্ডা চলছে রাজনীতির ময়দানেও। বিরোধী সাংসদদের বিক্ষোভে অচল হয়ে পড়ে সংসদের দুই কক্ষই। নোট বাতিলের এক মাস পূর্তিতে এ দিনও কোনও কাজ হয়নি সংসদে। কালা দিবসের ডাক দিয়ে হাতে কালো ব্যান্ড পরে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভও দেখিয়েছেন বিরোধী সংসদরা।
- রিজার্ভ-ব্যাঙ্কের-গভর্নর-‘উর্জ
- অগুস্তা-দুর্নীতিতে-ধৃত-প্রাক্ত