‘মুখ্যমন্ত্রীকে অপমান করতে চাইনি’, দুঃখপ্রকাশ দিলীপের
‘মুখ্যমন্ত্রীকে অপমান করতে চাইনি’, দুঃখপ্রকাশ দিলীপের
December 13, 2016, 3:32pm
রাজ্য
মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর অশালীন মন্তব্য নিয়ে ঝড় উঠেছিল রাজ্যের রাজনীতিতে। বাংলার রাজনীতিকে নতুন করে নিচে নামানোর অভিযোগও উঠছিল। এবার সে ব্যাপারেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বিধানসভায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি।বাম জমানাতেও একাধিকবার অশালীন মন্তব্য করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। বিজেপির বর্তমান সভাপতির মন্তব্যে অনেকে যেন সেই পুরনো দিনের ছায়া দেখছিলেন। দিল্লিতে মমতার ধরনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়েই অশালীন মন্তব্য করে ফেলেন দিলীপবাবু। প্রতিবাদে উত্তাল হয় শাসকদল। কড়া বিবৃতি দেন পার্থ চট্টোপাধ্যায়ও। মঙ্গলবার বিধানসভায় এ ব্যাপারে দুঃখপ্রকাশ করে তিনি জানান, যে মন্তব্য তিনি করেছিলেন তা ঘটনার প্রেক্ষিতে। মুখ্যমন্ত্রী অপমানিত হবেন তিনি ভাবেননি। তাঁকে অপমান করার উদ্দেশ্যও ছিল না তাঁর। বাংলার রাজনীতিতে তিনি নতুন বলে তাঁর দাবি, যদি তাঁর কথায় মুখ্যমন্ত্রী অপমানিত হয়ে থাকেন তবে তিনি দুঃখিত।
- সেনা-মোতায়েন-নিয়ে-হঠাৎ-চিঠিতে-
- অ্যাকাউন্টে-৬০-লক্ষ-অন্ধকারে-ব
Comments