মেসিকে হারিয়ে চতুর্থবার ব্যালন ডি’ওর রোনাল্ডোর
মেসিকে হারিয়ে চতুর্থবার ব্যালন ডি’ওর রোনাল্ডোর
December 13, 2016, 5:04pm
খেলা
খবরটা আগেই ভক্তদের কানে পৌঁছে গিয়েছিল৷ সত্যতা নিয়ে খানিকটা সন্দেহ থাকলেও সোমবার রাতে সবটা পরিষ্কার হয়ে গেল৷ চতুর্থবার বর্ষসেরা ফুটবলারের শিরোপা উঠল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাথায়৷চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো কাপ জয়ী রোনাল্ডো সেরা হওয়ার লড়াইয়ে পিছনে ফেলে দিলেন লিও মেসি এবং অ্যান্তোনিও গ্রিসম্যানকে৷ ২০০৮, ২০১৩, ২০১৪-র পর ফের ব্যালন ডি’ওর ঘরে তুললেন তিনি৷ তবে এমন ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকা হল না তাঁরই৷বিশ্ব ক্লাব কাপে খেলতে জাপান পৌঁছে গিয়েছে রিয়াল৷ সোমবার তাই প্যারিসে ব্যালন ডি’ওরের জমকালো অনুষ্ঠানে থাকতে পারলেন না সিআর সেভেন৷ বৃহস্পতিবার মেক্সিকোর ক্লাব আমেরিকার সঙ্গে তাঁদের সেমিফাইনাল ম্যাচ৷ বর্ষসেরা হিসেবে যখন পর্তুগিজ তারকার নাম ঘোষণা করা হচ্ছে, তখন সুদূর ইওকোহামায় অনুশীলনে ব্যস্ত তিনি৷ কিন্তু এবারের ব্যালন ডি’ওর নিয়ে ফুটবলপ্রেমীদের মনে একটা খুঁতখুঁতানি রয়েই গেল৷ কারণ প্যারিসে এই অনুষ্ঠান শুরুর বেশ আগেই বার্সেলোনার সংবাদপত্রে ফাঁস হয়ে গিয়েছিল, রোনাল্ডোর হাতেই এবার এই পুরস্কার উঠতে চলেছে৷ সেই মতো রিয়াল স্ট্রাইকারের ফটোশুটও করা হয়ে গিয়েছিল৷ সরকারি ঘোষণার আগে কীভাবে এত খবর ছড়িয়ে পড়ল, তা নিয়ে উঠেছিল প্রশ্ন৷ অনেকেরই মনে হয়েছিল, তাহলে নিশ্চয়ই গোটা বিষয়টি পূর্বনির্ধারিত৷ রিয়াল এবং রোনাল্ডোও নাকি ব্যাপারটা জানতেন৷যদিও সেসব পাত্তা দিচ্ছেন না রোনাল্ডো৷ চতুর্থবার পুরস্কার জিতে উচ্ছ্বসিত সিআর সেভেন বলছেন, ভাবতেই পারিনি৷ চারবার সোনার বল জিততে পারব৷ রিয়াল মাদ্রিদ, জাতীয় দল এবং অবশ্যই সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই৷ অত্যন্ত গর্বিত৷
- গেট-সেট-গো-অর্ণব-মণ্ডলকে-হারিয়
- বিরাট-জমানায়-কি-কোণঠাসা-হয়ে-গে
Comments