প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী রাজার সঙ্গে তুলনা রাহুলের
প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী রাজার সঙ্গে তুলনা রাহুলের
December 13, 2016, 4:13pm
জাতীয়
কালো টাকা রুখতে নরেন্দ্র মোদির সিদ্ধান্ত মানুষের জীবনে সমস্যাই ডেকে এনেছে শুধু। এই সমস্যা আগামী ৫০ দিনে কেটে যাওয়ার নয়। এটি একটি দীর্ঘকালীন সমস্যা। নোট বাতিল ইস্যুতে মানুষকে আরও দুর্ভোগের শিকার হতে হবে। এমন কড়া কথাতেই প্রধানমন্ত্রীকে আবারও বিঁধলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।মঙ্গলবার উত্তরপ্রদেশে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোদিকে কটাক্ষ করেন তিনি। স্বৈরাচারী রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা টেনে কংগ্রেস সহ-সভাপতি বলেন, "রাজারা যেমন শুধুমাত্র নিজের কথাই বলতে চান, আমাদের দেশের প্রধানমন্ত্রীও ঠিক তেমনভাবেই শুধু নিজেই কথা বলতে চান।”দাদরিতে এক জনসভায় রাহুল বলেন, "নোট বাতিল ঘোষণা করে আসলে প্রধানমন্ত্রী দেশের দরিদ্র মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।”
পাশাপাশি নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে সরকারের বার বার সিদ্ধান্ত বদলকেও এদিন কটাক্ষ করেন রাহুল। নোট বাতিল করে সাধারণ মানুষেরই কেবল সমস্যা ডেকে আনছেন মোদি, এমনটাই দাবি করেছেন রাহুল। বলেছেন, "দরিদ্র এবং সৎ মানুষেরা এটিএমের লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু কোনও ধনী ব্যবসায়ীকে লাইনে দেখা যাচ্ছে না।”রাহুলের আরও দাবি নোট বাতিলের মাধ্যমে আসলে প্রধানমন্ত্রী ধনী ব্যক্তিদেরই সহায়তা করতে চান।
- বেআইনি-নোট-বদলের-অভিযোগে-গ্রেফ
- জাতীয়-সঙ্গীত-অবমাননা-চলচ্চিত্র
Comments