খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
আম্মার পর দলের ভার নেবেন শশীকলা, জারি কোন্দল
আম্মার পর দলের ভার নেবেন শশীকলা, জারি কোন্দল
December 13, 2016, 4:21pm জাতীয়
একদিকে আম্মার মৃত্যু আর অন্যদিকে তামিলনাড়ুতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে দ্রাবিড়ভূমির মানুষ বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে। আর এরই মধ্যে তামিলনাড়ুর রাজনীতিতে আসতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।আম্মার পর রাজ্যপাট কে সামলাবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি দলের দায়িত্বভার নিয়েও ইতিমধ্যে দলের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের মতবিরোধ। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, এআইএডিএমকে’র দায়িত্ব নেবেন ছায়াসঙ্গী শশীকলা। দলের সাধারণ কর্মীরাও আম্মার জায়গায় তাঁকেই দেখার আর্জি জানিয়েছেন। আর এরপরেই দলের মধ্যে দায়িত্বভার নিয়ে শুরু হয়েছে মতবিরোধ। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি এআইডিএমকে’র সাধারণ সম্পাদকের দায়িত্ব নেবেন শশীকলা। কিন্তু দলের দুই ভরসাযোগ্য সৈনিক এবং এআইএডিএমকে’র শীর্ষস্থানীয় নেতা পানরুতি এস রামচন্দ্রন এবং পি এইচ পান্দিয়ান শশীকলাকে সমর্থন করবেন না বলে শোনা যাচ্ছে।প্রসঙ্গত, পান্দিয়ান এবং রামচন্দ্রন এমজিআরের মৃত্যুর পর থেকেই আম্মার সঙ্গে ছিলেন। আম্মার পরবর্তী সময়ে শশীকলা দলের শীর্ষস্থানে বসলে তাঁরা এই বিষয়টিকে আদৌ মেনে নেবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও এই বিষয়ে তাঁদের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
   

Leave a Comment