খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের জেরার মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায়
রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের জেরার মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায়
January 3, 2017, 11:23am জাতীয়
তৃণমূল সাংসদ তাপস পালের পর রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের জেরার মুখে পড়লেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি৷চিট ফান্ড কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই তলব করেছিল সিবিআই৷ কিন্তু সিবিআইয়ের থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছিলেন সুদীপ৷ তবে তদন্তের স্বার্থে এত সময় দিতে রাজি হননি গোয়েন্দারা৷ এমনকী বলা হয়েছিল, সাংসদ যদি সিবিআই দপ্তরে না আসেন, সেক্ষেত্রে প্রয়োজনে তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে৷ জানুয়ারির ২-৪ তারিখের মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ সেই মতোই এদিন সকাল ১০.৫৫ নাগাদ তিনি পৌঁছে যান সল্টলেকে৷ তাঁকে কেন তলব করা হয়েছে, তা জানতেই সিবিআই দপ্তরে এসেছেন বলে জানান সুদীপ৷উল্লেখ্য, রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে গ্রেপ্তার করার পরই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, নোট বাতিল ইস্যুতে এ রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছে বলেই তাঁর দলের একের পর এক সাংসদকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হচ্ছে৷ মমতা জানিয়ে ছিলেন, সুদীপকে তলব করা হলে বীরের মতোই সিজিও কমপ্লেক্সে যাবেন তিনি৷ কারণ তিনি কোনও দোষ করেননি৷সিবিআইয়ের পুরো বিষয়টি মনিটরিং করছে দিল্লির বিশেষ টিম৷ সেখান থেকেই পাঠানো প্রশ্নমালার সামনে বসতে হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ এই প্রশ্নগুলির উত্তরের উপর দাঁড়িয়ে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করবে দিল্লি৷ যাদের হাতে এই তদন্তের লাটাই৷এদিকে সোমবার তাপস পালকে জেরার সিংহভাগ জুড়ে ছিল তৃণমূল সাংসদের বিষয়৷ সুদীপকে তিনি কখনও রোজভ্যালি দপ্তরে দেখেছেন কি না, অর্থনৈতিক লেনদেনে বা ব্যবসা বাড়াতে যুক্ত ছিলেন কি না তাও জানতে চাওয়া হয়৷ জেরার সময় তাপস পাল তাঁর সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিশেষ কোনও তথ্য দেননি৷ বরং বারবার বলেছেন, "আমি তেমন কিছু জানি না৷”
   

Leave a Comment

Comments

  • Utteply
    Sun, Dec 4, 2022
    cialis cefixime top brands in pakistan In addition to resistant gonorrhea, the others now seen as urgent threats, according to the first of its kind report released on Monday, are C doxycycline hyclate for std Patents, Royalties, Other Intellectual Property Royalties from Wolters Kluwer