রায়গঞ্জের রাস্তায় ‘বাঘবন্দি খেলা’, জখম বহু
রায়গঞ্জের রাস্তায় ‘বাঘবন্দি খেলা’, জখম বহু
January 3, 2017, 11:32am
রাজ্য
যদি ঘাড়ে এসে পড়ে থাবা তবে আর রক্ষে নেই৷ প্রাণ নিয়ে ফেরার সম্ভাবনা ভাগ্যের হাতে৷ সাতসকালে রায়গঞ্জের রাস্তায় ‘বাঘমামা’ যে এভাবে ঘুরে বেড়াবে, কে তা জানত! বিনা মেঘেই যেন বাজ পড়ার মতো অবস্থা ছিল শহরের জেলা হাসপাতাল সংলগ্ন ইন্দিরা কলোনির জেলখানা এলাকায়৷তাও সাহস জুগিয়ে ‘বাঘমামা’কে বাগে আনার চেষ্টা করেছিলেন রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা৷ কিন্তু সেই ক্ষিপ্রতার সঙ্গে পাল্লা দেওয়া কি সোজা কথা? এমন গর্জন, যে পিলে পর্যন্ত চমকে যায়৷ অনেক কায়দা করে জাল পাতা হয়েছিল৷ সংগঠনের সদস্যদের বিশ্বাস ছিল, বাঘবন্দি খেলায় সফল হবেন তাঁরা৷ কিন্তু কোথায় কী! সব কৌশল ব্যর্থ৷ এক লাফে জাল ছিড়ে পালায় চিতাবাঘটি৷ এদিকে বাঘ জেলে কেটেছে শুনেই পড়ে যায় হুড়োহুড়ি৷ তাতে জখম হন বেশ কয়েকজন মানুষ৷ দেখুন কীভাবে মানুষের জাল কেটে পালালো চিতাবাঘটি-স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দফতরকে খবর দেওয়া হলেও আসতে কিছুটা দেরী হয়৷ তখনই রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা বাঘ ধরতে নেমে পড়েন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় জখম হয়েছেন ১৩ জন ৷
- রোজভ্যালি-কাণ্ডে-সিবিআইয়ের-জের
- হাতড়ে-হাতড়ে-হানাহানিটা-চলছেই
Comments