উত্তরপ্রদেশে বিপুল জয়ের শুভেচ্ছা, মোদিকে ফোন ট্রাম্পের
উত্তরপ্রদেশে বিপুল জয়ের শুভেচ্ছা, মোদিকে ফোন ট্রাম্পের
March 28, 2017, 11:34am
আন্তর্জাতিক
বিপুল জনাদেশ নিয়ে ট্রাম্প যখন মার্কিন মুলুকের মসনদে বসেছিলেন তখন ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। যে ক’জন রাষ্ট্রনেতা এ কাজ করেছিলেন তাঁদের মধ্যে মোদি অগ্রগণ্য। আর তাই এবার পাল্টা সৌজন্য দেখাতে ভুললেন না খোদ মার্কিন প্রেসিডেন্ট। উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পর ফোনে শুভেচ্ছাবার্তা এল খোদ ট্রাম্পের থেকেই।[ মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা, দাবি আজম খানের ]নোটবন্দির পর পাঁচ রাজ্যে নির্বাচন বিজেপির কাছে ছিল অ্যাসিড টেস্ট। নির্বাচনের মুখ বলতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী। তাঁর রাজনৈতিক কেরিয়ারেও এটা ছিল বড় পরীক্ষা। সে পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ তিনি। বিশেষত উত্তরপ্রদেশের মতো রাজ্যে বিজেপির বিপুল জয়, মোদির প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সপা ও কংগ্রেস জোটকে হেলায় হারিয়ে বিজেপি যেভাবে মানুষের সমর্থন পেয়েছে তা নজিরবিহীন। মোদির সামগ্রিক কর্মকাণ্ডে বিশ্বাস না থাকলে, শুধু রাজনীতির অঙ্ক কষে এ জয় হাসিল হত না। এ কথা যেমন বিজেপির নেতারা মানেন তেমনই একান্তে স্বীকার করে নেন বিরোধীরাও। এ পরিস্থিতিতেই ট্রাম্পের এই শুভেচ্ছাবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতেও তা ভীষণই প্রাসঙ্গিক।[ ‘হিন্দু রাষ্ট্র্রের স্বপ্নপূরণে রাষ্ট্রপতি করা হোক মোহন ভাগবতকে’ ]এই নিয়ে প্রধানমন্ত্রীকে দু’বার ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমবার ফোন করেই ভারতকে সঙ্গী হিসেবেই চিহ্নিত করেছিলন তিনি। অন্যান্য অনেক দেশের রাষ্ট্রনেতার উপরই বেশ চটে গিয়েছেন ট্রাম্প। কিন্তু মোদির সঙ্গে কথা বলে তিনি খুশিই হয়েছিলেন। এমনকী আন্তর্জাতিক ক্ষেত্রে বড় শক্তিধর দেশগুলিকে ছেড়ে ভারতকে প্রাধান্য দিয়েছিলেন তিনি। ঠিক এর পরেই চাপে পড়ে পাকিস্তান হাফিজ সইদকে গৃহবন্দি করতে বাধ্য হয়। মোদি ও ট্রাম্পের যোগাযোগের ফলেই যে এই সিদ্ধান্ত নিতে হতে হয়েছে, এ কথা উঠে এসেছিল খোদ পাক মুলুক থেকেই। চিন-পাকিস্তান আঁতাত যত বাড়ছে, ট্রাম্প-মোদি ঘনিষ্ঠতা তত বাড়ছে পাল্লা দিয়ে। অর্থনীতির বিকাশে এগিয়ে থাকা দেশ হিসেবে ভারতকে যে পাশে পেতে চান ট্রাম্প, তা জানাতে কসুর করেননি তিনি। ফলত ওবামা প্রশাসন যেভাবে বিভিন্ন ক্ষেত্রে ভারতের পাশে দাঁড়িয়েছে, একই ছবি দেখা যাচ্ছে ট্রাম্পের জমানাতেও। এনএসজি-র মতো এলিট পরমাণু ক্লাবে ভারতের অন্তর্ভুক্তির পথ যে এতে আরও সুগম হবে এমনটাই বিশ্বাস আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের। সেই আবহেই ট্রাম্পের এই দ্বিতীয় ফোন অত্যন্ত ইঙ্গিতবাহী ও তাৎপর্যপূর্ণ হয়েই থাকল।
Comments
https://www.angrybirdsnest.com/members/feracojewelry/profile/
https://allmynursejobs.com/author/feracojewelry/
https://politicsuk.net/quebec/index.php?/profile/4446-feracojewelry/&tab=field_core_pfield_1
https://www.empregosaude.pt/author/feracojewelry/
https://www.construction21.org/member/51794/
https://profile.ameba.jp/ameba/feracojewelry
https://keybase.io/feracojewelry?refresh=b5d37#panel-actions-profile
https://participa.rosario.gob.ar/profiles/feracojewelry/activity?locale=en
https://metaldevastationradio.com/feracojewelry
https://www.mxsponsor.com/riders/fegz-dinq
https://dostup.pravda.com.ua/user/feracojewelry/profile