খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
দেশভাগের ষড়যন্ত্র হয়েছিল’, অভিযোগে জিন্নাহর বাড়ি ভাঙার দাবি বিজেপি নেতার
দেশভাগের ষড়যন্ত্র হয়েছিল’, অভিযোগে জিন্নাহর বাড়ি ভাঙার দাবি বিজেপি নেতার
March 28, 2017, 3:09pm জাতীয়
মুম্বইয়ে অবস্থিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা আলি জিন্নাহর বিশাল প্রাসাদ ভেঙে ফেলা হোক। কেন্দ্রের কাছে এমনই আর্জি জানালেন এক বিজেপি বিধায়ক।মঙ্গল প্রভাত লোধা বিপেজি বিধায়ক হওয়ার পাশাপাশি বাণিজ্য নগরীর সবচেয়ে প্রভাবশালী রিয়েল এস্টেটর প্রোমোটারও। তাঁর দাবি, দক্ষিণ মুম্বইয়ে অবস্থিত আলি জিন্নাহর মহল ধ্বংস করে সেখানে একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি করা হোক। আড়াই একর জমির উপর তৈরি বিরাট প্রাসাদের মূল্য আনুমানিক ২ হাজার ৬০০ কোটি টাকা। কিন্তু কেন এমন দাবি তুলেছেন তিনি? তাঁর বক্তব্য, "জিন্নাহর এই বাড়িতে বসেই দেশভাগের ষড়যন্ত্র করা হয়েছিল। বাড়িটি দেশের ভাঙনের প্রতীক হয়ে রয়েছে। তাই একে ভেঙে ফেলাই উচিত।”১৯৩০ সালে ইউরোপীয় কায়দায় তৈরি হয় এই ঐতিহাসিক বাড়ি। ইটালিয়ান মার্বেল, দামী কাঠ ব্যবহার করা হয় এতে। ফলে এর রক্ষণাবেক্ষণের জন্যও বিপুল অর্থ ব্যয় হয়। ১৯৮২ সালের পর থেকে বাড়িটিতে আর কেউ থাকেন না। তাই এটি রাখার কোনও যুক্তি হয় না বলে দাবি  মঙ্গল প্রভাত লোধার। বেশ কয়েক বছর ধরে এই বাংলোকে পাকিস্তান নিজেদের অধীনে চেয়েছিল। সেটিকে কনসুলার অফিসে পরিণত করার চিন্তাভাবনা করেছিল পাক প্রশাসন। যদিও এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি ভারত।আইন অনুযায়ী দেশভাগের পর যাঁরা পাকিস্তান ও চিনে চলে গিয়েছে, তারা ভারতে থাকা সম্পত্তির দাবি করতে পারে না। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যদিও জিন্নাহর পরিবারকে দেশছাড়াদের তালিকাভুক্ত করেননি। ২০০৭ সালে বাড়িটির মালিকানার দাবি তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিন্নাহর মেয়ে দিনা ওয়াদিয়া।
   

Leave a Comment

Comments