খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
 দুয়ারে সরকার থেকে পাড়ায় সমাধান, সাফল্য আন্তর্জাতিক মঞ্চেও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
CM Mamata Banerjee introduces ‘Duare Sarkar’ and ‘Paray Samadhan’ scheme to the international community dgtl -
January 27, 2021, 6:35pm জেলা

রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে দেশ-বিদেশের অতিথিদের সামনে এই দুই কর্মসূচির সাফল্য তুলে ধরেন তিনি। এই দুই প্রকল্পের নামে দু’টি বইও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নের সভাঘরে প্রথমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। দু’টি বই প্রকাশের পর সাংবাদিক বৈঠকে ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির সাফল্যের খতিয়ান তুলে ধরেন সাংবাদিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে। জানান, পাঁচ দফায় দুয়ারে সরকার নাম নথিবদ্ধ করেছেন ২ কোটি ৫৫ লক্ষ মানুষ।

ঘটনাচক্রে ১ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। সেই কর্মসূচিতে মোট ১২টি প্রকল্পে নাম নথিবদ্ধ করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। কোন প্রকল্পে কত মানুষকে এখনও পর্যন্ত সুবিধা দেওয়া হয়েছে, তার পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, প্রায় ৭৭ শতাংশ আবেদনকারীকেই সংশ্লিষ্ট সুবিধা প্রদান করা হয়েছে। বাকিগুলিও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘‘অনেক মানুষ এখনও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি। তাঁদের জন্যই দুয়ারে প্রশাসনকে নিয়ে যাওয়া হয়েছে।’’

   

Leave a Comment

Comments

  • GepeKergo
    Wed, May 18, 2022
    https://newfasttadalafil.com/ - Cialis Buy Prevacid In Canada Mghxcn Exosomal tumor microRNA modulates premetastatic organ cells. Wwbqae Cialis Nbqhtq Laldfv https://newfasttadalafil.com/ - Cialis Dvvlxu stomach