‘সহবাসে’-র পোস্টারে অচেনা মেজাজে ইশা, মন্তব্যের ঝড় উঠল নেট-রাজ্যে
‘সহবাসে’-র পোস্টারে অচেনা মেজাজে ইশা, মন্তব্যের ঝড় উঠল নেট-রাজ্যে
January 28, 2021, 6:29pm
বিনোদন
সামাজিক মাধ্যমে কদর্য মন্তব্য, মিম, ট্রোল এখন তারকাদের জীবনে নিত্যদিনের ঘটনা। তবে এ বার আরও এক ধাপ এগিয়ে অধিকারবোধ জাহির করতেও পিছপা নয় নেটাগরিকদের একাংশ। অভিনেত্রী ইশা সাহার সাম্প্রতিক ফেসবুক পোস্টে ধরা পড়ল সেই ছবি।
গত বুধবার নতুন ছবি ‘সহবাসে’-র একটি পোস্টার শেয়ার করেন ইশা। সেখানে নায়ক অনুভব কাঞ্জিলালের বুকে হেলান দিয়ে হাসিমুখে বসে থাকতে দেখা যায় নায়িকাকে। ইশার কাঁধ ছুঁয়ে রয়েছে অনুভবের হাত। ছবির নামের নীচে ছোট্ট করে লেখা ‘দ্য লিভ-ইন রুমিজ’ কথাটি বুঝিয়ে দিচ্ছে, লিভ-ইন সম্পর্ক ঘিরেই এগোবে গল্প।
অনেক দিন পরে ইশার নতুন ছবির খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। তবে পোস্টারে নায়ক-নায়িকার এই ঘনিষ্ঠ ছবি মেনে নিতে খানিক অসুবিধাই হচ্ছে অনেকের। পোস্টেরর নীচে করা মন্তব্য মাঝেমাঝেই হিংসের ইঙ্গিতও দিচ্ছে! একাধিক জন প্রশ্ন তুলেছেন, ‘ইশার কাঁধে হাত রাখার সাহস কে দিল?’ এক নেটাগরিক আবার অভিনেত্রীকে নিজের স্ত্রী বলেও দাবি করে বসেছেন। ছবির নাম নিয়েও আপত্তি জানিয়েছেন অনেকে। তাঁদের অভিমত, এ ধরনের নাম মোটেই গ্রহণযোগ্য নয়।
গত বুধবার নতুন ছবি ‘সহবাসে’-র একটি পোস্টার শেয়ার করেন ইশা। সেখানে নায়ক অনুভব কাঞ্জিলালের বুকে হেলান দিয়ে হাসিমুখে বসে থাকতে দেখা যায় নায়িকাকে। ইশার কাঁধ ছুঁয়ে রয়েছে অনুভবের হাত। ছবির নামের নীচে ছোট্ট করে লেখা ‘দ্য লিভ-ইন রুমিজ’ কথাটি বুঝিয়ে দিচ্ছে, লিভ-ইন সম্পর্ক ঘিরেই এগোবে গল্প।
অনেক দিন পরে ইশার নতুন ছবির খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। তবে পোস্টারে নায়ক-নায়িকার এই ঘনিষ্ঠ ছবি মেনে নিতে খানিক অসুবিধাই হচ্ছে অনেকের। পোস্টেরর নীচে করা মন্তব্য মাঝেমাঝেই হিংসের ইঙ্গিতও দিচ্ছে! একাধিক জন প্রশ্ন তুলেছেন, ‘ইশার কাঁধে হাত রাখার সাহস কে দিল?’ এক নেটাগরিক আবার অভিনেত্রীকে নিজের স্ত্রী বলেও দাবি করে বসেছেন। ছবির নাম নিয়েও আপত্তি জানিয়েছেন অনেকে। তাঁদের অভিমত, এ ধরনের নাম মোটেই গ্রহণযোগ্য নয়।
Keywords : Ishaa Saha
- করোনা-সংক্রমণে-রাস-টানতে-ফের-আ
- ৩৯৮-কোটির-বিনিময়ে-সব্যসাচীর-সা
Comments