৩৯৮ কোটির বিনিময়ে সব্যসাচীর সাম্রাজ্যে প্রবেশ আদিত্য বিড়লা ফ্যাশন গ্রুপের
৩৯৮ কোটির বিনিময়ে সব্যসাচীর সাম্রাজ্যে প্রবেশ আদিত্য বিড়লা ফ্যাশন গ্রুপের
January 28, 2021, 3:22pm
লাইফস্টাইল
সব্যসাচীর ৫১ শতাংশ অংশ কিনে নিল আদিত্য বিড়লা ফ্যাশন গ্রুপ। ৩৯৮ কোটি টাকা দিয়ে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ব্র্যান্ডে নিজেদের অংশীদারিত্ব গড়ল এই বৃহৎ ফ্যাশন সংস্থা।
চুক্তির প্রক্রিয়া চলছিল বহু দিন আগে থেকেই। বুধবার তার ঘোষণা করল আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেড। এই লেনদেনের গোটা প্রক্রিয়া শেষ হতে প্রায় ৩০ থেকে ৪০ দিন লাগবে।
এই চুক্তির ফলে সব্যসাচী ব্র্যান্ডের পোশাক ও অলঙ্কারের বিশাল সাম্রাজ্যে অধিকার তৈরি হল বিড়লার।
Keywords : Aditya Birla
Comments