ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় শহর জুড়ে তল্লাশি, গ্রেফতার ৬
ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় শহর জুড়ে তল্লাশি, গ্রেফতার ৬
January 28, 2021, 6:28pm
লাইফস্টাইল
রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহর জুড়ে বিভিন্ন থানা এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার ৬ জন। পাকড়াও ১ জন। তবে তাঁরা ওই ঘটনায় আদৌ যুক্ত কি না, বা জড়িত থাকলে কী ভাবে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এই ৭ জনের মধ্যে পাকড়াও ২৪ বছরের সানি রাউত কসবা থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, দুই গোষ্ঠীর লড়াইয়ের ফল এই ঘটনা। অন্য গোষ্ঠীকে ভয় পাইয়ে দিতেই বোমাবাজি করা হয়।
ঘটনার শিকড় খুঁজতে পুলিশি অভিযানের অংশ হিসাবে পর্ণশ্রী, পূর্ব যাদবপুর ও কসবা থানা এলাকা থেকে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, এদের সঙ্গে বুধবারের ঘটনার কোনও যোগ আছে কি না।
Keywords : Indranil Sen
- এফআইআরে-নাম-বেপাত্তা-লালকেল্লা
- মা-ও-শিশুর-লালন-পালনে-কয়েকটি-ট
Comments