ছবি - ইন্টারনেট
বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে
February 7, 2022, 1:57pm
রাজ্য
প্রয়াত সুর সরস্বতী লতা মঙ্গেশকর । গোটা দেশ যখন বাগদেবীর আরাধনায় মগ্ন ঠিক তখন ই স্তব্ধ হলো কোকিল কন্ঠীর কন্ঠ । সুর হারালো গোটা দেশ । করোনা আক্রান্ত হয়ে গত ৮ ই জানুয়ারি মুম্বাই এর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতাজী| করোনার সাথে যুগলবন্দী হয়ে এসেছিলো নিউমোনিয়া । একেই বয়স ৯২, তার ওপর কঠিন ব্যাধির আক্রমণ তাই তাঁর সুস্থতা নিয়ে বেশ চিন্তিত ছিলেন চিকিৎসকরা । তড়িঘড়ি তাই তাঁকে আই সি ইউ তে রাখা হয়। কিন্তু আর শেষ রক্ষা হলো না। রবিবার দুপুর তিনটে থেকে চারটে পর্যন্ত তার প্রভাত কুঞ্জর বাড়িতে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত গায়িকা কে .সন্ধ্যা সাড়ে ছটায় মুম্বাই এর শিবাজী পার্ক কে শেষকৃত্য সম্পন্ন হয় ভারতরত্ন লতা মঙ্গেশকর এর। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিংবদন্তির প্রয়াণে ট্যুইটারে শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে তিনি সোমবার রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেন এবং জানান আগামী পনেরো দিন রাজ্যে বাজবে লতা মঙ্গেশকরের গান। এছাড়া কিংবদন্তির প্রয়ানে ট্যুইটারে শোক প্রকাশ করেছেন শ্রেয়া ঘোষাল,ইমন চক্রবর্তী,রূপম ইসলাম সহ সঙ্গীত জগতের বিভিন্ন দিকপালরা।
Keywords : Lata Mangeshkar, Mamata Banerjee, Narendra Modi, Corona, Pneumonia, Singer
- ৫-জুলাই-থেকে-রাজ্যে-দূরপাল্লার
- আগামী-শনিবারের-মধ্যে-ফলপ্রকাশ-
Comments