দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণবঙ্গে
ফের বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার । পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় বইবে
ঝোড়ো হাওয়া । তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ।
পশ্চিমের
জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের
সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে । কলকাতা সহ গাঙ্গেয় সমভূমির বিস্তীর্ণ
এলাকা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
অন্যদিকে
উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে তেমনই চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । উত্তরবঙ্গের মালদা,
উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী থেকে অতি ভারী
বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার,
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ।
এদিন দক্ষিণবঙ্গ,
কোলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় অস্বস্তি বাড়াবে আর্দ্রতাজনিত আবহাওয়া ।
Comments