খুদের আকুতিতে একজোট গ্রাম
খুদের আকুতিতে একজোট গ্রাম
December 5, 2016, 1:38pm
জেলা
সকাল থেকেই গ্রামবাসীরা পৌঁছে যাচ্ছেন রাস্তার মোড়ে। হাতে নানা আকারের বাক্স। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের আকুতি রয়েছে তাতে— ‘আমার বাবা ক্যানসারে আক্রান্ত, মায়ের দুটো কিডনিই খারাপ। আমাদের কাছে টাকা নেই। বাবা-মাকে বাঁচাতে আপনারা আমার পাশে দাঁড়ান।’ সেই আকুতিতেই জোট বেঁধেছে মন্তেশ্বরের একাধিক গ্রাম।মন্তেশ্বরের প্রত্যন্ত এলাকার জোড়া গ্রাম মথুরাপুর-হাজরাপুর। ধান চাষই মূল জীবিকা। স্বাভাবিক ভাবেই শীত শুরুর মরসুমে ধান কাটতে ব্যস্ত চাষিরা। তার উপর নোট বাতিলের পরিস্থিতিতে নগদ কম থাকায় মজুরের অভাবে অনেকেই বড়ির সবাই মিলে নেমে পড়েছেন খেতজমিতে। তার মাঝেও বছর বারোর দেবজিৎ বসুর ওই আকুতি শুনে কাজ ফেলে টাকা তুলতে ব্যস্ত হয়েছেন তাঁরা। কখনও বাড়ি বাড়ি ঘুরে, কখনও পাড়ার চা-চপের দোকানে, কখনও রাস্তায় বাস-ট্রাক-গাড়ি দাঁড় করিয়ে সাহায্য চাওয়া চলছে। দেবজিৎকে দেখে যে যার মতো সাহায্যও করছেন।
- হাসপাতালেই-হৃদরোগ-আবার-সঙ্কটে-
- রাস্তায়-গুলি-করে-কেন-খুন-ধন্দই