ফিরুন শিকড়ের কাছে, জীবনচর্যায় এটাই নতুন ট্রেন্ড
ফিরুন শিকড়ের কাছে, জীবনচর্যায় এটাই নতুন ট্রেন্ড
December 12, 2016, 1:34pm
সম্পাদকীয়
স্বাস্থ্যরক্ষা মানেই তো আর কৃচ্ছ্রসাধন নয়!ভাত-মাছ-রসগোল্লা ছাড়া আবার সুস্থ থাকে নাকি বাঙালি?স্বাস্থ্য বাঁচাতে বহুকাল ধরেই পরীক্ষা-নিরীক্ষায় মন দিয়েছে ইউরোপ-আমেরিকা। তা দেখে স্বাস্থ্যরক্ষার চেষ্টায় বাদ পড়ছিল ভাত, ঘি থেকে পিঠেপুলি। লড়াই চলেছে কখনও অচেনা খাবার, কখনও বা না খেয়েই সুস্থ থাকার।এখন শিকড়ে ফেরার পালা। বৈদিক জীবনযাত্রা কতটা বি়জ্ঞানসম্মত, তা মনে করাচ্ছেন নানা ক্ষেত্রের গবেষকেরা। আর অনুকরণ নয়, খেয়াল রাখতে হবে খাওয়াদাওয়া যেন হয় নিজের পরিবেশের সঙ্গে মানানসই। ফ্রান্সে জীবনযাপনের এই তত্ত্ব বেশ কিছু কাল ধরেই জনপ্রিয়। নাম ‘লোক্যাভোর’। তাতে বলা হয়, নিজের বাড়ির ১০০ মাইলের মধ্যে পাওয়া যাওয়া তাজা ফল-সব্জিতেই সারতে হয় আহার। সেটাই সুস্থ থাকার সবচেয়ে সহজ উপায়। সে-ই ভাবনাই ছড়িয়ে যাচ্ছে বিশ্বজুড়ে।যেমন কলকাতার বহু ডায়েটিশিয়ান মনে করাচ্ছেন, রোজ এক কাপ ভাত সুস্থ রাখে বাঙালিকে। এক কালে যে ঘি প্রায় নিষিদ্ধ হয়েছিল শহুরে হেঁসেল থেকে। তা-ও ফিরছে স্বস্থানে। সহজ-সাধারণ খাওয়া, জীবনযাত্রাই যে এখন ট্রেন্ড। যা পরিচিত ‘ন্যাচারাল লিভিং’ নামে।সাধারণ ভাবে বাঁচারও নিয়ম আছে। কমাতে হবে রাসায়নিক নির্ভরতা। শুধু ফসল ফলানোর ক্ষেত্রে নয়, রূপচর্চাতেও। সঙ্গে যদি করা যায় বৈদিক মতে কিছুটা যোগ অভ্যাস, তবে তো কথাই নেই। ন্যাচারাল লিভিং-এর ভাবনা ফিরিয়ে নিয়ে যাচ্ছে পুরনো বহু রেওয়াজের দিকে। মনে করাচ্ছে দৌড়ে সামিল হতে গিয়ে নিজেদের সংস্কৃতির ভাল দিকগুলো বাদ যাচ্ছে। কালীপুজোর আগে চোদ্দো শাক খাওয়া, সন্ধ্যায় ঘরে ধুনো দেওয়া, অরন্ধনের দিনে গোটা সেদ্ধ খাওয়ার রীতির কারণগুলো জেনে নিতে উৎসাহ দিচ্ছে। এমন অতি সাধারণ কিছু অভ্যাস যে হয়ে উঠতে পারে ভাল থাকার উপায়। অনেকে ভরসা দিচ্ছেন, এ ভাবে চলে দূরে থাকে বহু কঠিন অসুখ।এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে বহু দিন ধরেই দেশ-বিদেশে চল হয়েছে ফারমার্স মার্কেটের। রাসায়নিকের ব্যবহার ছাড়া ফলানো ফসল সরাসরি কেনা যায় কৃষকদের থেকে। ইতিমধ্যে এ শহরের বিভিন্ন পাঁচতারা হোটেলেও হয়েছে তেমন নানা আয়োজন। শুধু নিজেদের ফলানো ফসল নয়, বাড়িতে বানানো আচার-জেলিও অনেকে পৌঁছে দিয়েছেন ক্রেতাদের হাতে। এ বার ন্যাচারাল লিভিং-এর পাঠ নেওয়া যাবে সবিস্তার। আগামী শনি ও রবিবার বৈদিক ভিলেজে থাকছে আয়োজন। অর্গ্যানিক ফসলে আহার থেকে শুরু করে যোগের কর্মশালা, ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা, বাড়িতে তৈরি স্বাস্থ্যসম্মত ঘি, জ্যাম, আচার— সবের ব্যবস্থা থাকছে সেখানে। বাগানে ঘুরতে ঘুরতে পছন্দ হওয়া সব্জিও রান্না করে খাওয়ানোর ব্যবস্থা থাকছে সেখানে। উৎসবে দেশের নানা প্রান্ত থেকে আসছেন বিশেষজ্ঞেরাও।
- সেনা-গোয়েন্দার-মাথা-কারা-চুপ-ম
- হারাধনে-বিশ্বাস-রাখা-ছাড়া-আর-
Comments
Portable Balancing Machine: The Balanset-1A
Introducing the Balanset-1A, a state-of-the-art portable balancing machine and vibration analyzer designed to meet the dynamic balancing needs of various industries. This dual-channel device is engineered for precision balancing in two planes, making it a versatile tool for diverse applications. Whether you need to balance crushers, fans, augers on combines, or turbines, the Balanset-1A provides an essential solution to enhance machinery performance.
Key Features of the Balanset-1A
The Balanset-1A stands out because of its advanced features, tailored to ensure effective rotor balancing and vibration analysis. Its comprehensive set of functionalities includes:
The Balanset-1A also excels in balancing modes, supporting both single-plane and two-plane balancing techniques. This flexibility ensures optimal performance in minimizing vibrations across a range of machinery.
Advanced Balancing Modes
Users can utilize the following balancing modes:
The Balaset-1A includes a polar graph feature that visually represents imbalance, facilitating precise placement of corrective weights. Additionally, the Restore Last Session feature simplifies the process by allowing users to resume previous balancing tasks.
Exceptional Vibration Monitoring
Monitoring and correcting vibrations are critical for maintaining machinery health. The Balanset-1A measures overall vibration and provides harmonic charts that highlight the impact of harmonic frequencies on performance. The device's architecture also supports an archive function, enabling users to store past balancing sessions and generate detailed reports on outcomes.
Robust Specifications and Global Compatibility
The Balanset-1A includes high-quality components designed to ensure functionality and durability. It features two vibration sensors (vibro accelerometers) with flexible cable lengths, an optical sensor for precise measurement, and a USB interface module for PC connectivity. This setup allows seamless integration into existing workflows.
The specifications further highlight the device??™s capabilities:
Applications Across Industries
The versatility of the Balanset-1A makes it applicable across industries. From agricultural equipment to manufacturing plants, the need for effective rotor balancing and vibration analysis spans numerous sectors. The device's ability to work with centrifuges, turbines, and various rotor configurations underscores its adaptability, making it a preferred choice for professionals aiming to enhance machinery efficiency.
Why Choose the Balanset-1A as Your Portable Balancing Machine?
There are several compelling reasons to choose the Balanset-1A:
Final Thoughts
The Balanset-1A portable balancing machine represents a significant advancement in vibration analysis and rotor balancing technology. Its extensive features, robust specifications, and industry flexibility ensure it is a powerful tool for improving operational efficiency. By adopting the Balanset-1A, businesses can enhance equipment lifespan, reduce downtime, and ultimately, achieve higher productivity levels.
Explore our product options and seize the opportunity to upgrade your balancing and analysis capabilities with the innovative Balanset-1A. Experience the benefits of accurate and efficient vibration analysis today!