মুখ্যমন্ত্রীকে খুনের ছক জইশ জঙ্গির, হাওড়া স্টেশনে হুমকি চিঠি
মুখ্যমন্ত্রীকে খুনের ছক জইশ জঙ্গির, হাওড়া স্টেশনে হুমকি চিঠি
December 13, 2016, 3:13pm
জেলা
হয় ৫০ কোটি টাকার ব্যবস্থা করতে হবে। নয় খুন করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এমনই হুমকি চিঠি ঘিরে ছড়াল চাঞ্চল্য।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাওড়া রেলওয়ে স্টেশনের জেলারেল ম্যানেজারের কাছে একটি হুমকি চিঠি পৌঁছায়। জইশ-ই-মহম্মদের সদস্য দাবি করে জনৈক এস সি দাস চিঠিটি পাঠিয়েছে। তাতে লেখা, অবিলম্বে ৫০ কোটি টাকার ব্যবস্থা করতে হবে। অন্যথায় হাওড়া ডিভিশনের লক্ষ লক্ষ মানুষকে খুন করা হবে। বিস্ফোরণ ঘটানো হবে স্টেশনে। ওই চিঠিতে আরও দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও একই কারণে খুন করা হতে পারে। এমনকী বহু জইশ জঙ্গি এ রাজ্যে ওই ব্যক্তির আশ্রয়ে আছে বলেও উল্লেখ চিঠিতে।স্বাভাবিক ভাবেই এই চিঠি ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। কে বা কারা এমন কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।View image on Twitter
- মজুরি-নেই-ইটভাটা-ছাড়ছেন-ওঁরা
- রোজভ্যালি-কাণ্ডে-সমন-সুদীপকে-য
Comments