খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
নোট বাতিল দেশের সবথেকে বড় কেলেঙ্কারি, তোপ চিদম্বরমের
নোট বাতিল দেশের সবথেকে বড় কেলেঙ্কারি, তোপ চিদম্বরমের
December 13, 2016, 4:23pm জাতীয়
নোট বাতিলের পর কেটে গিয়েছে একমাস। এখনও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ নেই। ব্যাঙ্ক গুলিতে নেই পর্যাপ্ত টাকার জোগান। এটিএমে ঝুলছে নো ক্যাশ বোর্ড। এই অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করে মোদি সরকারকে এবার একহাত নিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।কেন্দ্রর কাছে তাঁর প্রশ্ন, সারা দেশে যখন টাকা নেই, তখন সরকার কেন বলছে যথেষ্ট টাকার জোগান আছে? নোট বাতিলের সিদ্ধান্তকে অবাস্তব বলে তাঁর মন্তব্য, অন্তত সরকার কারও সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করতে পারত। এমনকী যশবন্ত সিনহা তো শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠ, তাঁর সঙ্গে আলোচনা করা যেত। পুরো প্রক্রিয়ায় প্রশাসনের লুকোচুরিকেও তুলোধোনা করেন তিনি। জানান, এত লুকনোর কী আছে? একটা বাজেট পেশ হওয়ার সময় শতাধিক অফিসার কাজ করেন। কই কোনও কিছু তো ফাঁস হয় না!নোট বাতিলের সিদ্ধান্ত গরিব মানুষ ও অংসগঠিত ক্ষেত্রের কোমর ভেঙে দিয়েছে বলেও দাবি তাঁর। কালো টাকা রোখার ক্ষেত্রে তাঁর প্রশ্ন, যাঁদের থেকে টাকা উদ্ধার হচ্ছে তাদের কাছেই নতুন নোট পাওয়া যাচ্ছে। তাহলে আর কালো টাকা আটকাল কোথায়! তাঁর দাবি, সরকার যদি বেশি মূল্যের নোট বাতিল করতে চাইত, তবে সেটা ধাপে ধাপে সময় নিয়ে করতে পারত।এদিনের সরকারের ক্যাশলেস ইকোনমিকেও একহাত নেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানান একটি লক্ষ্য থেকে আর একটি লক্ষ্যে সরে গিয়েছে সরকার। কী করে ক্যাশলেস ইকোনমি চালু হবে? সেই পরিকাঠামো কোথায়? ইউএস থেকে সিঙ্গাপুর কোথায় না নগদে লেনদেন হচ্ছে! এই প্রশ্ন তুলেই সরকারি সিদ্ধান্তর অকার্যকরিতা ব্যাখ্যা করেন তিনি। পুরো প্রক্রিয়াকে পর্বতের মূষিকপ্রসব বলেই কটাক্ষ তাঁর।
   

Leave a Comment