লিটার প্রতি ৭ টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম
লিটার প্রতি ৭ টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম
December 15, 2016, 5:03pm
জাতীয়
বৃহস্পতিবার রাত থেকেই বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম৷ বিভিন্ন সংস্থাগুলি আজই এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল পিছু ৫৫ ডলার হওয়ায় ভারতেও তার প্রভাব পড়তে পারে আশঙ্কা৷ রাষ্ট্রীয় তেল সরবরাহকারী সংস্থাগুলি পেট্রল-ডিজেলের দাম বাড়াতে পারে বলে সূত্রের খবর৷প্রতি মাসে সাধারণত দু’বার করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতেও পেট্রল-ডিজেলের দাম ওঠানামা করে৷ প্রতি মাসের ১৫ ও ৩০-৩১ তারিখ তেলের দামের পুনর্মূল্যায়ণ হয়৷ তবে ডলারের নিরিখে টাকার দাম ওঠানামার উপরেও পেট্রল-ডিজেলের দাম বাড়বে না কমবে তা নির্ভর করে৷ এখন প্রতি ডলারে টাকার দাম দাঁড়িয়েছে ৬৭ টাকা৷‘অর্গানাইজেশন অফ পেট্রলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি’জ প্রতি দিন অপরিশোধিত তেলের বরাদ্দ কমিয়ে ১.২ মিলিয়ন ব্যারেল করেছে৷ ২০০৮ সালের পর এই প্রথম তেলের বরাদ্দ কমানো হল রেকর্ড পরিমাণে৷ এর জেরে আগামী ৩-৪ মাসের মধ্যে এ দেশে পেট্রলের দাম বাড়তে পারে৷ লিটার প্রতি সর্বোচ্চ ৭ টাকা করে বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম৷
- ভারদার-ধাক্কা-সামলে-ছন্দে-ফিরছ
- রুখে-দাঁড়ান-উর্জিতকে-নবান্নে-
Comments