খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
রুখে দাঁড়ান, উর্জিতকে নবান্নে বললেন মমতা
রুখে দাঁড়ান, উর্জিতকে নবান্নে বললেন মমতা
December 16, 2016, 5:33pm জাতীয়
আর চুপ করে বসে না থেকে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটা ‘ম্যান মেড ডিজাস্টার’। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উর্জিত পটেলকে সামনে পেয়ে সরাসরি এ কথা বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে, নবান্নে।গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী ৫০০-১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্যের সমর্থনে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে দু’বার দিল্লি ছুটে গিয়েছেন। সভা করেছেন পটনা, লখনউতে। নোট বাতিলের জেরে আমজনতার দুর্দশা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনরের নীরবতাকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। সেই গভর্নরকেই বৃহস্পতিবার সামনে পেয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেও এ দিন রাজ্যের বিরোধী বাম দলগুলির তরফে সাক্ষাতের আর্জি ফিরিয়ে দিয়েছেন উর্জিত। আর দিনভর নানা বৈঠক সেরে সন্ধ্যায় মুম্বই ফেরার আগে বিমানবন্দরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে রাজ্য কংগ্রেস। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ ভাবে বিক্ষোভে ক্ষুব্ধ মমতা পরে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এ সব কিছু ছিঁচকে লোকের কাণ্ড! তিনি বা তাঁর দল এ ধরনের সস্তা জনপ্রিয়তার বিরোধী। তিনি চান, মূল সমস্যার প্রকৃত এবং যুক্তিগ্রাহ্য সমাধান।মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যান উর্জিত। দু’জনের মধ্যে ঘণ্টাখানেক কথাবার্তা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের যাবতীয় প্রশ্ন এড়িয়ে উর্জিত শুধু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাল আলোচনা হয়েছে।’’ যা জানতে পেরে মুখ্যমন্ত্রী পরে বলেন, ‘‘কোনও কোনও সময় নীরবতাও অনেক কথা বলে। উনি সরকারি অফিসার। তাই হয়তো সব কিছু বলতে পারছেন না। কিন্তু আমি চাই, উনি এ বার মুখ খুলুন।’’ বৈঠকে শীর্ষ ব্যাঙ্কের প্রধানের হাতে মুখ্যমন্ত্রী যে চিঠি তুলে দিয়েছেন, সেখানেও তিনি লিখেছেন, ‘রির্জাভ ব্যাঙ্কের মতো স্বশাসিত সংস্থার প্রধান হিসেবে আপনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতা ভাঙুন এবং যাবতীয় ধোঁয়াশা কাটান’।হাতের কাছে কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধানকে পাওয়া এবং নোট বাতিল নিয়ে যাবতীয় ক্ষোভ উগরে দিতে পেরে তিনি যে যারপরনাই খুশি, সাংবাদিকদের কাছে তা গোপন করেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘নোট-কাণ্ড নিয়ে আমি দিল্লি, লখনউ, পটনা ঘুরে এসেছি। রাস্তার নেমে আন্দোলন করেছি। কিন্তু কেউ তো কথাই শুনছে না। প্রধানমন্ত্রীকে ধরা যাচ্ছে না। সংসদ অচল। এমনপরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে যে এক ঘণ্টা ধরে আমজনতার দুর্দশার কথা বলতে পেরেছি, তাতেই আমি খুশি।’’
   

Leave a Comment