parking
এবার যত্রতত্র গাড়ি পার্ক করার খেসারত ১০০০ টাকা!
December 26, 2016, 11:51am
জাতীয়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে-সেখানে গাড়ি পার্ক করে ২০০ টাকা দিয়ে ছাড় পাওয়ার দিন শেষ হতে চলেছে৷ এবারে অবৈধভাবে গাড়ি পার্ক করলে ভালই খেসারত দিতে হবে গাড়িমালিকদের৷ গুনে গুনে ১০০০ টাকা ফাইন দিতে হবে৷ এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি৷নাগপুরে এক ওয়াকর্শপে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন গড়করি৷ খুব শিগগিরিই এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানান তিনি৷ তিনি বলেন, অবৈধভাবে গাড়ি পার্ক করলে গাড়ি মালিকের শাস্তি তো হবেই৷ যাঁরা এই অপরাধের বিরুদ্ধে নালিশ জানাবেন, তাঁদের পুরস্কৃতও করা হবে৷ অবৈধভাবে কোথাও কোনও গাড়ি পার্ক করা হয়েছে দেখলেই তাঁর ছবি তুলে ট্রাফিক পুলিশ ও পরিবহণ বিভাগের কাছে পাঠিয়ে দেওয়ার আর্জি জানান তিনি৷ অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারী পাবেন ২০০ টাকা পুরস্কার৷এদিন ওয়ার্কশপে আবাসন তৈরি প্রসঙ্গে গড়করি বলেন, যে কোনও স্মার্ট শহরে আবাসন তৈরির জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা৷ সেই পরিকল্পনায় উপযুক্ত পার্কিং লট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর
Keywords : Traffic,safe Drive Save Life
- রুখে-দাঁড়ান-উর্জিতকে-নবান্নে-
- বোর্ড-সভাপতির-পদ-থেকে-অনুরাগ-ঠ
Comments