বোর্ড সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুরকে অপসারণ সুপ্রিম কোর্টের
বোর্ড সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুরকে অপসারণ সুপ্রিম কোর্টের
January 2, 2017, 1:16pm
জাতীয়
বছরের শুরুটা ভাল হল না বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের। সোমবার সকালেই সুপ্রিম কোর্টের নির্দেশে বোর্ডের সর্বোচ্চ পদ থেকে সরে যেতে হল তাঁকে। আদালতের নির্দেশ অমান্য করায় তাঁকে শোকজ করা হয়েছে। আগামী ১৯ তারিখের মধ্যে এর জবাব দিতে হবে অনুরাগকে।দীর্ঘ লড়াইয়ের শেষ হল কি না, তা সময়ই বলবে। কিন্তু, লোঢা কমিটির সুপারিশ অমান্য করে সুপ্রিম কোর্টের শাস্তির খাঁড়া এড়াতে পারলেন না বিসিসিআই-এর তাবড় কর্তারা। অনুরাগ ঠাকুরের সঙ্গেই সরিয়ে দেওয়া হল বোর্ড সচিব অজয় শিরকেকেও। বিসিসিআই কাদের হাতে যাবে, কারা চালাবে, আগামী ১৯ জানুয়ারি সেই সিদ্ধান্ত হবে। শীর্ষ আদালত আগেই জানিয়েছিল, লোঢা কমিটির সুপারিশ বিসিসিআইকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে।ইন্ডিয়ান প্রিমিয়র লিগে গড়াপেটার পরই লোঢা কমিটি তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। বিসিসিআই-এ স্বচ্ছ্বতা ফিরিয়ে আনার পাশাপাশি তার সব কাজের দিকে লক্ষ রাখাও ছিল কমিটির প্রধান লক্ষ। কিন্তু, লোঢা কমিটির প্রায় কোনও সুপারিশই মানেনি বিসিসিআই। আর সেই কারণেই এ দিন অপসৃত হতে হল বোর্ডের দুই শীর্ষ কর্তাকে। এ নিয়ে বিসিসিআই এখনও কোনও মন্তব্য করেনি। অজয় শিরকে শুধু বলেছেন, ‘‘আমার কোনও অপরাধ বোধ নেই। কারণ ওখানে কোনও ব্যাক্তিগত স্বার্থ ছিল না।’’
- এবার-যত্রতত্র-গাড়ি-পার্ক-করার
- ‘ঈশ্বরের-রাজ্যে’-বসেই-এ-বার-ভি
Comments