খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
নস্ত্রাদামুসের কথা মিললে নতুন বছর হবে ভয়ঙ্কর!
নস্ত্রাদামুসের কথা মিললে নতুন বছর হবে ভয়ঙ্কর!
December 24, 2016, 4:22pm সম্পাদকীয়
২০১৭ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে? নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অন্তত তাই বলছে৷ এখনও পর্যন্ত নস্ত্রাদামুসের প্রতিটি ভবিষ্যদ্বাণী সফল৷ ফরাসি বিপ্লব থেকে লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড, নেপোলিয়নের উত্থান কিংবা হিটলারের স্বৈরাচারী শাসনের কথাও উল্লেখ করেছেন তিনি৷ নতুন বছর আসন্ন৷ ২০১৭ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে৷ নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অন্তত তাই বলছে৷ তিনি ২০১৬ সালের শেষের দিকে পরপর বেশ কয়েকটি ঘটনার কথা ইঙ্গিত দিয়েছিলেন, যেগুলি ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে৷ নতুন শাসক ক্ষমতায় আসার পরই আমেরিকার অবস্থা বিপজ্জনক হয়ে ওঠার কথাও বলা রয়েছে এতে৷ ক্ষমতার আসায় সময়টা খুব একটা ভাল যাবে না ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী তেমনটাই আভাস দিচ্ছে৷বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের পক্ষে খুব খারাপ সময় আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ দুর্নীতি, অপশাসন, ক্ষমতার অপব্যবহার, অসামাজিক কাজকর্ম এতটাই বৃ‌দ্ধি পাবে যে সুপারপাওয়ারের ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছিলেন নস্ত্রাদামুস৷ তাঁর মত ছিল, ২০১৭ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি স্থাপিত হবে৷ চুক্তির বিষয় স্পষ্টভাবে বলা না হলেও আমেরিকা এর বিরোধিতা করবে৷ জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলি এই চুক্তিকে সমর্থন জানাবে৷ প্রতিটি ঘটনাই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিতবাহী৷ নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিশ্ব অর্থনীতির অসামঞ্জস্য দূর করতে বেজিং বড় কোনও পদক্ষেপ নিতে পারে৷
   

Leave a Comment