নস্ত্রাদামুসের কথা মিললে নতুন বছর হবে ভয়ঙ্কর!
নস্ত্রাদামুসের কথা মিললে নতুন বছর হবে ভয়ঙ্কর!
December 24, 2016, 4:22pm
সম্পাদকীয়
২০১৭ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে? নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অন্তত তাই বলছে৷ এখনও পর্যন্ত নস্ত্রাদামুসের প্রতিটি ভবিষ্যদ্বাণী সফল৷ ফরাসি বিপ্লব থেকে লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড, নেপোলিয়নের উত্থান কিংবা হিটলারের স্বৈরাচারী শাসনের কথাও উল্লেখ করেছেন তিনি৷ নতুন বছর আসন্ন৷ ২০১৭ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে৷ নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অন্তত তাই বলছে৷ তিনি ২০১৬ সালের শেষের দিকে পরপর বেশ কয়েকটি ঘটনার কথা ইঙ্গিত দিয়েছিলেন, যেগুলি ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে৷ নতুন শাসক ক্ষমতায় আসার পরই আমেরিকার অবস্থা বিপজ্জনক হয়ে ওঠার কথাও বলা রয়েছে এতে৷ ক্ষমতার আসায় সময়টা খুব একটা ভাল যাবে না ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী তেমনটাই আভাস দিচ্ছে৷বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের পক্ষে খুব খারাপ সময় আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ দুর্নীতি, অপশাসন, ক্ষমতার অপব্যবহার, অসামাজিক কাজকর্ম এতটাই বৃদ্ধি পাবে যে সুপারপাওয়ারের ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছিলেন নস্ত্রাদামুস৷ তাঁর মত ছিল, ২০১৭ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি স্থাপিত হবে৷ চুক্তির বিষয় স্পষ্টভাবে বলা না হলেও আমেরিকা এর বিরোধিতা করবে৷ জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলি এই চুক্তিকে সমর্থন জানাবে৷ প্রতিটি ঘটনাই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিতবাহী৷ নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিশ্ব অর্থনীতির অসামঞ্জস্য দূর করতে বেজিং বড় কোনও পদক্ষেপ নিতে পারে৷
- হোয়াটসঅ্যাপে-এবার-মেসেজ-পাঠানো
- শিশুদের-উপহার-দিতে-দুঃসাহসিক-স