বিরাটহীন টিম ইন্ডিয়ার সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা
বিরাটহীন টিম ইন্ডিয়ার সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা
March 27, 2017, 5:53pm
খেলা
চলতি বর্ডার-গাভাসকর সিরিজের ট্রফি কার ঘরে উঠছে? সোমবার ধরমশালার গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থকরা এককথায় বলে দিচ্ছেন, কে আবার, টিম ইন্ডিয়া। ৬৫ বা ৫৪ রানে অল-আউটের মতো বিরল কোনও ঘটনা না ঘটলে ভারতের সিরিজ জয় যে এখন সত্যিই সময়ের অপেক্ষা, তা আঁচ করতে পারছেন স্টিভ স্মিথরাও।শেষ টেস্টের দ্বিতীয় দিন বিরাট কোহলির আগ্রাসনকে দারুণ মিস করেছে বাইশ গজ। ব্যাটসম্যানদের খেলার মধ্যেও সেই জড়তা নজরে পড়েছিল। দেখে মনে হয়েছিল ঘরের মাঠে নয়, হয়তো বাইরে কোথাও ব্যাট করতে নেমেছেন পূজারা, ঋদ্ধিরা। এমন ধীর গতির ক্রিকেট একঘেঁয়েও মনে হয়েছিল বেশ। কিন্তু ম্যাচের তৃতীয় দিন সেই সমালোচনার মুখ বন্ধ করে দিলেন ভারতীয় বোলাররা। টগবগ করে ফুটতে থাকা অজি ব্যাটিং-অর্ডারকে চকিতে শেষ করে দিলেন এক পেসার ও দুই স্পিনার। তিনটি করে উইকেট তুলে নেন উমেশ যাদব, জাদেজা ও অশ্বিন। ধারাবাহিকভাবে রান পাওয়া স্মিথ, হ্যান্ডসকম্বরা এদিন আর স্পিন অ্যাটাকের সামনে টিকে থাকতে পারলেন না। রেনশ, ওয়ার্নাররাও ফিরে যান একে একে। মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতীয় চায়নাম্যান কুলদীপ যাদব যদিও এদিন কোনও উইকেট পাননি।তবে শুধু বোলিংই নয়, ব্যাট হাতেও কামাল দেখান জাদেজা। তাঁর মূল্যবান ৬৩ রানের দৌলতেই অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যেতে সফল হয় দল। ৩১ রানে আউট হন ঋদ্ধিমান। দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংসেও ভালভাবেই শুরু করলেন মুরলী বিজয়রা। কোনও উইকেট না খুইয়ে ক্রিজে রইলেন রাহুল (১৬) ও বিজয় (৬)। কোনও অঘটন না ঘটিয়ে একদিন বাকি থাকতেই ২-১-এ সিরিজ জিতে বিরাট কোহলির হাতে ট্রফি তুলে দিতে চায় রাহানে অ্যান্ড কোম্পানি।
Keywords : BCCI,Cricket,India,Australia, IND VS AUS
- যুব-বিশ্বকাপের-ফাইনাল-পেল-যুবভ
- কোহালির-রাগকে-কীভাবে-কাজে-লাগা
Comments