নতুন শেন ওয়ার্ন খুঁজতে এখন জলন্ধরে ছিপ ফেলেছে অস্ট্রেলিয়া
নতুন শেন ওয়ার্ন খুঁজতে এখন জলন্ধরে ছিপ ফেলেছে অস্ট্রেলিয়া
January 28, 2021, 6:29pm
খেলা
শেন ওয়ার্নের পরে সে ভাবে আর প্রতিভাবান লেগ-স্পিনার খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পাকে নিয়ে হইচই হলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। অস্ট্রেলিয়ার নজরে পরবর্তী শেন ওয়ার্ন এখন জলন্ধরের এক তরুণ। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভুত তনবীর সাঙ্ঘা।
চলতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন তনবীর। আবির্ভাবেই ২১টি উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গিয়েছেন। ছাপিয়ে গিয়েছেন রশিদ খান এবং জাম্পাকেও। শুধু তাই নয়, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকোম্ব এবং ক্রিস লিনের মতো দাপুটে ব্যাটসম্যান রয়েছেন তাঁর উইকেট তালিকায়।
Keywords : Tanveer Sangha
- কোহালির-রাগকে-কীভাবে-কাজে-লাগা
- নতুন-ইনিংস-শুরু-করলেন-বিজয়-শঙ্
Comments