কয়লাঘাটা ভবন অগ্নিকান্ডে প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ !
PM @narendramodi has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Kolkata. Rs. 50,000 would be given to those seriously injured.
— PMO India (@PMOIndia) March 9, 2021
রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম । মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন ।
নিউ কয়লাঘাটা বিল্ডিং্যের আগুন নেভে সকাল সাতটায় । দমকল সূত্রের খবর, দীর্ঘ ১২ ঘণ্টা লড়াই চালানোর পর সকাল সাতটায় আগুন নেভে।শেষ পাওয়া খবর অনুযায়ী চার দমকল কর্মী সহ ৯জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে দুই আরপিএফ কর্মী, কলকাতা পুলিসের একজন এএসআই, লিফটম্যান এই নিয়েই শুরু হয়েছে রাজনীতি । লিফটের মধ্যে দমবন্ধ অবস্থায় মারা যান ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল এবং তাঁর রক্ষী । অন্য লিফটের মধ্যে ছিলেন চার দমকলকর্মী সহ সাতজনের দেহ ।
সোমবার সন্ধ্যেয় ১৮ তলা বিল্ডিং্যের ১৩তলা থেকেই আগুন ছড়িয়ে পড়তে থাকে ।সূত্রের খবর, অফিসাররা সেই সময় ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ঢুকে পড়েন লিফটে । অগ্নিকান্ডের কারণ জানতে গিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে লড়াই চালান তাঁরা । শেষে ১২ তলায় লিফটের মধ্যেই ঝলসে মারা যান দমকলকর্মীরা ।
- শুধু-শ্বাস-পরীক্ষাতেই-বোঝা-যাব
- আনন্দের-বলি-দিয়ে-শুরু-গণতন্ত্র
Comments