আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র
ডিজিটাল ডেস্কঃ আগামী ২৮শে
মে শনিবারের মধ্যেই ফলাফল প্রকাশ হতে পারে মাধ্যমিকের । এমনটাই জানা গেল পশ্চিমবঙ্গ
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে ।
সূত্রের খবর,
ইতিমধ্যেই স্কুলগুলি থেকে মূল্যায়ন পত্র এসে পৌঁছেছে পর্ষদের দফতরে । ফলে নির্দিষ্ট
তারিখ বলা না গেলেও আগামী ৩১ শে মে-র মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছেন
আধিকারিকরা । তাই সামনের সপ্তাহের মধ্যেই নিজেদের ফলাফল জেনে যেতে পারবে বলে আশা করছেন
আধিকারিকরা । ফল প্রকাশের পর wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই দুই সাইটে নিজেদের
ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা ।
প্রসঙ্গত,
দু’বছর পর ২০২২ সালে রীতিমতো কোভিডবিধি মেনেই অফলাইন পরীক্ষা হয় । এই পরীক্ষায় পরীক্ষার্থীর
সংখ্যা প্রায় ৫০ হাজারেরও বেশি বেড়ে গিয়েছে । এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১লক্ষ
২৬ হাজার ৮৬৩ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা প্রায় ৫লক্ষ ৫৯ জন । অন্যদিকে ছাত্রীর
সংখ্যা ৬লক্ষ ২৬ হাজার ৮০৪ জনের কাছাকাছি।
Comments