খুন হচ্ছে অসংখ্য গাছ নিরব প্রশাসন ও স্থানীয় মানুষ   এই লক্ষনগুলি দেখলে সতর্ক হন, মাঙ্কিপক্স হতে পারে!   রাজ্যে বাতিল বহু ট্রেন , দেখে নিন তালিকা   ট্রেন বাতিলে ভোগান্তি? চলছে এই ট্রেনগুলি!   ঐতিহাসিক রায়, যৌনপেশাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের   রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বিবাদ, রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ   আগামী শনিবারের মধ্যে ফলপ্রকাশ মাধ্যমিকেরঃ সূত্র   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ   বসন্তের আগেই কোকিলহারা দেশ, ছুটি ঘোষণা রাজ্যে   মা ও শিশুর লালন পালনে কয়েকটি টিপস   ২০২১ এর মাধ্যমিক –উচ্চমাধ্যমিকের মূল্যায়ন ও কিছু প্রশ্ন: চৈতালি ঘোষ   ৫ জুলাই থেকে রাজ্যে দূরপাল্লার ট্রেন চলাচল: একনজরে   #Tauktae: দুরন্ত গতিতে গোয়ায় আঘাত তাওকতের, দেখুন ভিডিও   #Covid-19: জুলাইয়ে মৃতের সংখ্যা চার লক্ষ, তবে কি লকডাউন !   গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় মমতা   মাথাভাঙায় বাহিনীর গুলি, মৃত ৪   ১০০ পৌঁছবে না বিজেপি, অমিতের ক্লিপ অসম্পূর্ণঃপ্রশান্ত কিশোর   আনন্দের ' বলি ' দিয়ে শুরু গণতন্ত্রের উৎসব !   #Bike_Trip: অ্যাডভেঞ্চারের আরেক নাম লাদাখ- রাজীব মুখার্জি   লকডাউনে ঋণ-কিস্তিতে ছাড় মিললেও পুরো সুদ মকুব নয়, বলল সুপ্রিম কোর্ট
দেশ বিরোধী কাজের অভিযোগ, কাশ্মীরে ১২ সরকারি কর্তা বরখাস্ত
দেশ বিরোধী কাজের অভিযোগ, কাশ্মীরে ১২ সরকারি কর্তা বরখাস্ত
October 20, 2016, 2:48pm রাজ্য

কারখানার বিলগ্নিকরণ বিষয়ে ক্যাবিনেট কমিটি (ইকোনমিক অ্যাফেয়ার্স) অনুমোদন দিয়েছে। স্টক এক্সচেঞ্জে এ কথা জানিয়েছেন স্টিল অথারিটি অফ ইন্ডিয়ার (সেল) কর্তারা। — এই দাবিতে বৃহস্পতিবার দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে (এএসপি) দফায় দফায় বিক্ষোভ দেখালেন সিটু ও আইএনটিইউসি-র নেতা, কর্মীরা। কারখানার গেটে আটকে দেওয়া হয় আধিকারিকের গাড়িও।

এ দিন সকালে কারখানার গেটে আধিকারিক সোমদেব দাসের গাড়ি আটকে দেওয়া হয়। শ্রমিক-কর্মীদের দাবি তিনি সংশ্লিষ্ট জায়গায় জানাবেন বলেও আশ্বাস দেন। তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও দুপুরে ফের শুরু হয় মিছিল। তবে দু’টি সংগঠনের মিছিলটিকে কারখানার গেটে আটকে দেয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয় গেট। সংস্থার প্রশাসনিক ভবনের সামনেও মিছিল করেন শ্রমিকেরা। তবে সোমদেববাবু আন্দোলনরত কর্মীদের কাছে দাবি করেন, বিলগ্নিকরণ সংক্রান্ত কোনও লিখিত নির্দেশিকা এখনও হাতে আসেনি।

তা হলে আন্দোলন কেন? সিটুর দাবি, ২৯ নভেম্বর মুম্বই স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডে সেল কর্তৃপক্ষ চিঠি পাঠিয়েছেন। শ্রমিক নেতাদের দাবি, সেবি-র (এসইবিআই) নিয়ম রয়েছে শেয়ার মার্কেটে নথিবদ্ধ কোনও সংস্থার ক্ষেত্রে পরিচালনগত বা চরিত্রগত কোনও পরিবর্তন ঘটলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয়। শ্রমিক নেতাদের দাবি, নিয়ম মেনে সেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভদ্রাবতী, সালেমের ইস্পাত কারখানা ও  দুর্গাপুরের এএসপি কারখানার বিলগ্নিকরণের সিদ্ধান্ত ক্যাবিনেট কমিটি (ইকোনমিক অ্যাফেয়ার্স) অনুমোদন করেছে। প্রসঙ্গত, কারখানা বিলগ্নিকরণ করার প্রতিবাদে অক্টোবরের মাঝামাঝি সময়ে থেকেই সিটু লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে। সম্প্রতি বাতিল আকরিক ব্যবহার করে কী ভাবে ভাল ইস্পাত তৈরি করা যায়, তার জন্য নতুন প্রযুক্তির খোঁজে আইআইটি খড়্গপুরের সঙ্গে চুক্তিও করে এএসপি। কিন্তু সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লোকসানে চলা কারখানাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

Leave a Comment

Comments