‘ভারতের হয়ে আমি খেলতে না পারলে কার বেশি ক্ষতি?’
‘ভারতের হয়ে আমি খেলতে না পারলে কার বেশি ক্ষতি?’
October 20, 2016, 2:08pm
বিনোদন
তাঁকে বলা হয় বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বিধ্বংসী ওপেনার। টেস্ট ক্রিকেটকে একেবারে অন্য ভাবে দেখতে শিখিয়েছেন তিনি। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যাঁর ঝুলিতে দু’টি ট্রিপল সেঞ্চুরি রয়েছে। তিনি বীরেন্দ্র সহবাগ। খেলা ছাড়ার পরেও একই রকম আগ্রাসী নজফগড়ের নবাব। টুইটার হোক বা সাংবাদিকদের চোখা প্রশ্ন, সব কিছুরই উত্তরে অত্যন্ত সাবলীল তিনি। আজ তাঁর ৩৭তম জন্মদিন। জন্মদিনে দেখে নেওয়া যাক বীরুকে করা কিছু প্রশ্ন এবং তার উত্তরে তাঁর ওভার বাউন্ডারি।