অগুস্তা দুর্নীতিতে ধৃত প্রাক্তন বায়ুসেনা প্রধান
অগুস্তা দুর্নীতিতে ধৃত প্রাক্তন বায়ুসেনা প্রধান
December 10, 2016, 1:24pm
জাতীয়
অগুস্তা-ওয়েস্টল্যান্ড কপ্টার দুর্নীতি মামলায় প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীকে আজ গ্রেফতার করল সিবিআই। সামরিক বাহিনীর ইতিহাসে এই প্রথম কোনও বাহিনীর শীর্ষ কর্তা এ ভাবে গ্রেফতার হলেন।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপিদের যাতায়াতের জন্য ২০১০ সালে ভারতের সঙ্গে ইতালীয় সংস্থা ফিনমেকানিকা-র ব্রিটিশ শাখা সংস্থা অগুস্তা-ওয়েস্টল্যান্ডের সঙ্গে ৩৬০০ কোটি টাকায় ১২টি অত্যাধুনিক হেলিকপ্টার কেনার চুক্তি হয়। ২০১২ সালে প্রথম এই চুক্তিতে দুর্নীতির গন্ধ পায় ইতালি পুলিশ। ফোনে আড়ি পেতে তারা জানতে পারে, ওই কপ্টার বিক্রির চুক্তি নিশ্চিত করতে একটি সুইস সংস্থাকে ৫.১ কোটি ইউরো ঘুষ দিয়েছিল ফিনমেকানিকা। অর্থাৎ মোট চুক্তি মূল্যের প্রায় সাড়ে সাত শতাংশ (প্রায় ৩৬২ কোটি টাকা) ঘুষ দিয়েছিল সংস্থাটি। ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী ও তাঁর তিন পিসতুতো ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, ঘুষ হিসেবে ভারতে আসা ১৩৮ কোটির মধ্যে ৭৬ কোটি টাকা গিয়েছে ত্যাগী-ভাইদের সিন্দুকে।
- এ-সব-হচ্ছেটা-কী-সাংসদদের-ধমক-দ
- বেআইনি-নোট-বদলের-অভিযোগে-গ্রেফ